সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের দীর্ঘদিন ধরে বুজরুক খয়েরডাঙ্গী গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। অত্র গ্রামের বাসিন্দাদের সাথে মোঃ মুনসেফ আলীর, স্থানীয় লোকজনের মাধ্যমে বেশ কয়েকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হলেও কোন সমস্যা সমাধানে আসেনি।
পরে মোঃ মুনসেফ আলী বাদী হয়ে সঠিক বিচারের দাবিতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের ভিত্তিতে বিবাদী পক্ষকে এবং বাদী পক্ষকে বেশ কয়েকবার আপোষ মিমাংসার জন্য নোটিশ প্রদান করেন, তাতেও কোন সমস্যা সমাধানে আসেনি।
ঠাকুরগাঁও কোটে রাস্তা উদ্ধার ও বাড়ি ঘর উচ্ছেদের জন্য বাদীপক্ষ মামলা দায়ের করেন। মামলার রায়ে, জেলা প্রশাসকের নির্দেশনায় ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক খয়েরডাংগী গ্রামে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী বিকাশ চন্দ্র বর্মণ। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে হরিপুর থানা পুলিশ, হরিপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বকুয়া ইউনিয়ন পরিষদ, বকুয়া-ডাংগীপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাল্টিমিডিয়া মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করা হয়েছে। কয়েকটি গৃহবন্দী পরিবার চলাচলের জন্য রাস্তা পেয়েছে। মসজিদে যাওয়ার জন্য মুসল্লিগণ চলমান একটি রাস্তা পেয়েছে।
অত্র গ্রামের লোকজন নতুন ভাবে রাস্তা পেয়ে আনন্দীত, এবং জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং থানার পুলিশ প্রশাসন সহ জারা যে ভাবে নতুন ভাবে রাস্তার কাজে সমস্যা সমাধানে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গ্রামবাসী এবং ভুক্তভোগীগণ চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা যদি সকলে একটু মানবিক হই, জনস্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ পরিহার করি, প্রতিহিংসাপরায়ণ না হই, তাহলে সমাজ হতে এধরনের সমস্যাসমূহ সমাধান করা সম্ভব।