নিজস্ব প্রতিবেদক
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা মৌজার গাজীনগর গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে গাজী নগর গ্রামের দেবদাস মন্ডল পিতা মৃত নির্মল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে স্থানীয়রা জানায়, একই গ্রামের মোঃ আকবর হোসেন পিতা মৃত আঃ হাকিম সহ রফিকুল, হাকিম, ভবতোষ, প্রফুল্ল দিং সহ ৭ জন মিলে মাথা ভাংগা মৌজায় বিআরএস ৩৩৯ নং খতিয়াতে ৮.৫১ একর জমির মুল মালিক রবীন্দ্রনাথ বাহাদুর ও ভুষণবাহাদুরদের ওয়ারেশগনের কাছ থেকে জমি ক্রয় করে ১৯৮২ সাল থেকে ভোগদখল চাষাবাদ করে আসছে।
প্রতি বৎসরের ন্যায় বর্তমান বৎসরেও চাষাবাদ করাকালীন উল্লেখিত বিবাদীগন সহ তার কিছু ভাড়াটিয়া ৩০/৩৫জন লোক বে-আইনীভা বে লাঠিসোটা নিয়ে গত ইং ২৫/০৮/২৫ তারিখ সকালে জমিতে প্রবেশ করে চাষাবাদ কাজে বাঁধা সৃষ্টি করে।
আকবর আলী দিংরা প্রতিবাদ প্রতিবাদ করলে তাদেরকে খুন জখমের হুমকি দিয়া ও অকথ্য ভাষায় গালি-গালাজের এক পর্যায়ে মারতে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আকবর দিংরা কয়রা কন্টিজেন্ট কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।
এ বিষয়ে দেবদাস মন্ডলের কাছে জানতে চাইলে তিনি জানান, এই জমির কাগজপত্র আমার আছে ৫ই আগষ্টের পরে এই জমি থেকে আমাকে বেদখল করার চেষ্টা করলে আমি আমার প্রতিবেশীর সহযোগিতা নেয়।