কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে সোমবার (১সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তায়, পাঙ্গাশিয়া বাজার, নতুন বাজার, বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বাজারসহ বিভিন্ন এলাকা জনসংযোগ করেন, পিরোজপুর ২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে জামাত নেতা শামীম সাঈদী।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ীদের ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময়সহ গণ সংযোগ করেন। শামীম সাঈদী বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আপনাদের বিবেক অনুযায়ী সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন, যাতে ব্যবসা করার সময় আপনাদের কোন চাঁদা দিতে না হয়।
সাধারণ জনগণ ও দেশ যাদের কাছে নিরাপদ থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই। শাসক নয় জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে দোয়া চাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা জামাতের আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ।