ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ১৫:১৫:৪১
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
 
ফাহাদ মোল্লা 

চাঁপাইনবাবগঞ্জ জেলাযর পৌর পার্কে পয়লা সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান প্রধান সড়কে র‍্যালি সহ পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে,
জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করায় প্রধান লক্ষ্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিএনপি'র সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।

তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়। পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংক্রিয়ভাবে উপস্থিত থাকেন সকলে।

এ সময় জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া সহ আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম টিপু,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ