ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নানা কর্মসূচি।


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ০১:০৭:২৩
মানিকগঞ্জ জেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নানা কর্মসূচি। মানিকগঞ্জ জেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নানা কর্মসূচি।

মো: নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ। 

আজ বিএনপি"র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ সব জেলা গুলো মতো, মানিকগঞ্জ জেলা বিএনপি" র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। মানিকগঞ্জ জেলা বিএনপির সুদিন ও দুর দিনে কান্ডারী, "যে জেলা বিএনপিকে শক্ত হাতে ধরে রেখেছেন ",সেই জেলা বিএনপি" র আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে র‍্যালি ও ভিন্ন কর্মসূচি পালন হচ্ছে।

সকালে জেলা বিএনপি প্রধান কার্যালয়ে পতাকা উত্তলন, এর পর দলের নেতা কর্মী ও সহযোগী অঙ্গ সংগঠন দলের নেতা কর্মী সহ জেলা শহরে রাস্তায় র‍্যালি বের করে। র‍্যালিটি শেষ করে ঢাকা আরিচা মহাসড়কের শহরে গোলচক্করে মাঝে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করে। 

বিএনপির নেত্রী আফরোজা খান রিতা বলেন, বিগত দিন গুলোতে যে সময় পার করেছি আজ তার ফলাফল আমরা পাচ্ছি এবং পাচ্ছে সাধারণ জনগন। দেশের মানুষ শান্তি ভাবে তার মতামত প্রকাশ করছে। সমানে নির্বাচন আসছে, বিএনপি চায় সংকলক পর নির্বাচন হবে, তেমন আমিও চাই দলের সংকলন, যাতে মানুষ সঠিক মানুষের হাতে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করতে পারে।

তিনি আরো বলেন, আমাদের মানিকগঞ্জ জেলা" আগে ৪ আসন ছিল আগামী নির্বাচন যেন ৪ আসন দিয়ে নির্বাচন হয়। সেই জন্য আমি সকল প্রকার চেষ্টা করছি এবং রাষ্ট্রিয় সকল চেষ্টা করছি। আশা রাখি আমাদের মানিকগঞ্জ জেলা আগের মতো ৪ আসন ফিরে পাবে।

এছাড়াও দলে অনেক নেতা কর্মী বক্তব্য রাখেন। দলের কর্মসূচি পালন হিসেবে নানা আয়োজন মাঝে বৃক্ষ রোপন, শহরের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন, হাসপাতালে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহে জুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। 

বিএনপি"র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি নিয়ে আসেন জেলা ছাএদল, যুবদল, সেচ্ছাসেব দল, কৃষদল, ও জেলা ওলামা দল সহ সাধারণ মানুষ। 
মানিকগঞ্জ জেলা শহরের রাস্তা ছোট হওয়ার কারণে, এবং চাপা হওয়ার কারণে,

এছাড়াও, মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ডে গোলচক্কর মঞ্চ তৈরি করার কারণে সাধারণ মানুষের ও পথচারী, যানবাহন চলাচলের অনেক কষ্ট হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ