ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে সবজির অতিরিক্ত দামের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ০১:০২:৪২
ফরিদগঞ্জে সবজির অতিরিক্ত দামের অভিযোগ ফরিদগঞ্জে সবজির অতিরিক্ত দামের অভিযোগ

মোঃ নাঈম হোসেন পলোয়ান,‎ ফরিদগঞ্জ প্রতিনিধি।

‎ফরিদগঞ্জ কাঁচা বাজারে সবজির দামে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতা শাহাদাত তফাদার অভিযোগ করেন, তিনি বাজার থেকে সবজি কিনতে গিয়ে ২২ শত টাকার সবজি ৩ হাজার টাকা দামে বিক্রি করেন মিরাজ নামের এক সবজি ব্যবসায়ী।

‎শাহাদাত তফাদার বলেন, “আমি কয়েক ধরনের সবজি কিনি। পরে হিসাব করলে দেখি বাজারমূল্যের চেয়ে প্রায় ৮ শত টাকা বেশি নিয়েছে বিক্রেতা। বিষয়টি নিয়ে আপত্তি জানালে তিনি উল্টো ঝগড়া শুরু করেন।”

‎এদিকে অভিযুক্ত সবজি বিক্রেতা মিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, এ বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন।

‎ভুক্তভোগী ক্রেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বাজারে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ