ফরিদগঞ্জে সবজির অতিরিক্ত দামের অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৯-০২ ০১:০২:৪২
ফরিদগঞ্জে সবজির অতিরিক্ত দামের অভিযোগ
মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ প্রতিনিধি।
ফরিদগঞ্জ কাঁচা বাজারে সবজির দামে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ক্রেতা শাহাদাত তফাদার অভিযোগ করেন, তিনি বাজার থেকে সবজি কিনতে গিয়ে ২২ শত টাকার সবজি ৩ হাজার টাকা দামে বিক্রি করেন মিরাজ নামের এক সবজি ব্যবসায়ী।
শাহাদাত তফাদার বলেন, “আমি কয়েক ধরনের সবজি কিনি। পরে হিসাব করলে দেখি বাজারমূল্যের চেয়ে প্রায় ৮ শত টাকা বেশি নিয়েছে বিক্রেতা। বিষয়টি নিয়ে আপত্তি জানালে তিনি উল্টো ঝগড়া শুরু করেন।”
এদিকে অভিযুক্ত সবজি বিক্রেতা মিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, এ বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন।
ভুক্তভোগী ক্রেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বাজারে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স