টি কে গ্রুপে খাল দখল চট্টগ্রাম জেলা প্রশাসানে অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৯-০২ ০০:৫৭:০৮
টি কে গ্রুপে খাল দখল চট্টগ্রাম জেলা প্রশাসানে অভিযোগ
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।
বোয়ালখালীতে টি কে পেপার মিল কর্তৃক সরকারী খাল দখল করে রাখার অভিযোগে সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন, বোয়ালখালী উপজেলা ও পৌর প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
জানা যায়- গত ৯ মার্চ ২০২৫ ইংরেজিতে পৌরসভার পশ্চিম গোমদন্ডীর ৯ নং ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার জনসাধারণ কর্তৃক চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর দায়ের করা স্থানীয় জনগুরুত্বপূর্ণ ও এলাকাবাসীর চরম উপকারী এবং সরকারী কাকনিয়া খালটি দীর্ঘদিন যাবৎ এ এলাকার টি কে পেপার মিল কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করা থেকে উদ্ধার ও পুন: খনন করার জন্য অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগ আমলে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর পান্না আক্তার স্বাক্ষরিত ১০ এপ্রিল ২০২৫ ইংরেজিতে স্মারক নং-০৫.৪২.১৫০০.৩০২.২০.১৫০.২৪(অংশ -১- ৮৮৫ মূলে ” বিধি মতে ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এ নির্দেশ প্রাপ্ত হয়ে গত ৩১ আগষ্ট দুপুরে দখলকৃত কাকনিয়া খাল এলাকা পরিদর্শন করেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রহমত উলাহ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা।
এসময় বোয়ালখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মাহামুদুর হাসান হিরু, ভূমি কর্মকর্তা পপি বড়ুয়া, অভিযোগকারী পল্টু কান্তি বড়ুয়া, টিকে পেপার মিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনার সত্যতার গভীরতা জানতে টি কে কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে যোগযোগ করার জন্য আহবান জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স