বোয়ালখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৯-০২ ০০:৫৩:৪৯
বোয়ালখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।
চট্টগ্রাম বোয়ালখালীতে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীও অংশ নেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল হাকিম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যায়। এছাড়া অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে চাকুরি থেকে বরখাস্ত ও সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের দরখাস্ত দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষক নুরুল ইসলাম বিদ্যালয়ে, কোচিং-এ এবং বাসায় ডেকে নিয়ে গিয়ে ছাত্রীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে আসছেন।
ইমরান হোসেন নামের এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে এতোদিন মুখ খোলেনি। আমাদের দাবি ওই শিক্ষককে চাকুরি থেকে বরখাস্তসহ দ্রুত আইনে আওতায় আনতে হবে।
অভিযুক্ত সহকারী শিক্ষক নুরুল ইসলাম শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে তিনজন শিক্ষক মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এ কাহিনী সাজিয়েছেন। এর আগে আমার নামে ফেসবুকে অপপ্রচার করেছে। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছিলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হাকিম বলেন, "শরীর চর্চা বিষয়ের শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যে অভিযোগ এনেছেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স