ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে তিন দশকের পথচলার উৎসব মজলুমের কণ্ঠের।


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ০০:২৩:০৩
কালিহাতীতে তিন দশকের পথচলার উৎসব মজলুমের কণ্ঠের। কালিহাতীতে তিন দশকের পথচলার উৎসব মজলুমের কণ্ঠের।

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি।

মওলানা ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত দৈনিক মজলুমের কণ্ঠ সফলভাবে ৩০ বছর অতিক্রম করে ৩১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলার সভাপতি ও সাংবাদিক শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।

দৈনিক মজলুমের কণ্ঠ-এর কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক তারেক আহমেদ, মীর আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, আবুল কালাম আজাদ, রাইসুল ইসলাম লিটন, আব্দুস সাত্তার, এম এম হেলাল বাদশা, নুরনবী রবিন, শুভ্র মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসীন হাবিব সবুজ, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথি ইউএনও মোঃ খায়রুল ইসলাম বলেন, “দীর্ঘ তিন দশক ধরে মজলুমের কণ্ঠ সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ভূমিকা রেখে আসছে। এমন ধারাবাহিকতা গণমানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।”

ওসি মোঃ জাকির হোসেন বলেন, “জনগণের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব। মজলুমের কণ্ঠ সেই কাজ সঠিকভাবেই করে আসছে।”

মানবাধিকার কমিশনের সভাপতি শাহ আলম বলেন, “ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পত্রিকাটি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কলম চালাচ্ছে।”

সাংবাদিক নেতা গৌরাঙ্গ বিশ্বাস বলেন, “টাঙ্গাইলের আয়না হিসেবে মজলুমের কণ্ঠ এখন প্রশাসন ও জনগণের কাছে সমানভাবে জনপ্রিয়।”

বক্তারা আরও বলেন, দীর্ঘ তিন দশক ধরে সত্য প্রকাশ, ন্যায় প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় পত্রিকাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এটি জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ