কাউখালী প্রতিনিধি।
এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদীবন্ধু সমাজের আয়োজনে সোমবার (১সেপ্টেম্বর) বিকালে উপজেলার কচা নদীর বেকুটিয়া সেতুর নিচে ডলফিন চত্বর মঞ্চে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতি প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পিরোজপুর জেলা স্কাুুউটের সাধারণ সম্পাদক এনায়েত কবির খান, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক দেবদাস মজুমদার, মোঃ ফারুক হোসেন খান, রহিম রেজা, রিয়াদ মাহমুদ সিকদার, শিক্ষিকা অদিতি মণ্ডল, প্রভাষক শিউলি মজুমদার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নদী মানুষের জীবন ও জীবিকার উৎস। তাই জীবন পরিবেশের স্বার্থে নদী সংরক্ষণ জরুরি।
সভায় আগামী ২৮ সেপ্টেম্বর কচা নদীর বেকুটিয়া ডলফিন চত্বরে বিশ্ব নদী দিবস পালনে নানা কর্মসূচি গ্রহন করা হয়।
কর্মসূচির মধ্যে নদী ভ্রমন, নদী সুরক্ষায় মানবন্ধন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, নদী তীরে বৃক্ষ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়।