ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের কড়াকড়ি, পুরনো অপরাধে নতুন জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৯-০১ ২১:৫২:২৭
ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের কড়াকড়ি, পুরনো অপরাধে নতুন জরিমানা ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের কড়াকড়ি, পুরনো অপরাধে নতুন জরিমানা
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।
 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (১ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এর নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাহবুবুর রহমান।
 
অভিযানে আবারও ‘রসের মিষ্টি’ নামক দোকান ও বাসস্ট্যান্ডের একটি হোটেলকেও একই ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ায় জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এই দুটি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
ত্রিশালে এর আগেও একাধিকবার এই ধরনের অভিযান পরিচালিত হয়েছে এবং ‘রসের মিষ্টি’ দোকানটি এর আগেও জরিমানা আদায় করেছিল ভ্রাম্যমান আদালত। 
 
স্থানীয়রা বলছেন, বারবার জরিমানা সত্ত্বেও তারা তাদের অস্বাস্থ্যকর অভ্যাস বদলাচ্ছেন না, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি।
ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাহবুবুর রহমান। তিনি আরও জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ