রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জ উপজেলা রামনাথপুর ইউনিয়ন হাসিনানগরে ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলার নামে অবৈধ লটারি জুয়া বন্ধের দাবিতে শহীদ মিনারে অবস্হান কর্মসূচী পালন করেন, আন্দোলনকারী তৌহিদী জনতা। সোমবার সকাল ১০ টায় এ কর্মসূচী শুরু হয়। পরে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকলে ১১ টা থেকে পার্বতীপুর রংপুর মহাসড়ক অপরাধ করে রাখে আন্দোলন কারীরা।
এসময় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক।
এসময় আন্দোলনকারীদের জনদুর্ভোগের কথা বলে সড়ক থেকে সরে যেতে বলে কিন্তু আন্দোলনকারীরা তার কোন কথা কর্ণপাত করে না। বিকাল ৫ টার দিকে রংপুর বি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আহমেদ, ইউএনও মিজানুর রহমান, ওসি আতিকুর রহমান আন্দোলনকারীদের আগামী বুধবার লটারি বন্ধের বিষয়ে উপজেলা হলরুমে বৈঠকের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক থেকে চলে যান।
আন্দোলনকারীর একজন জুলাই আন্দোলন যোদ্ধা নাম হালিম মিয়া তিনি বলেন, আমরা ৫ আগস্টে অনেক শহীদের বিনিময়ে এ দেশ নতুন করে স্বাধীন করেছি। আমরা অবৈধ লটারি জুয়া জন্য কি দেশ স্বাধীন করেছি।তিনি আরো বলেন,অবৈধ লটারি জুয়া বন্ধ না হলে লং মার্চের কর্মসূচী পালন করতে বাধ্য হবো।
মুজাহিদল নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, লটারি একটি জুয়া। এটি সম্পূর্ণ ইসলামী নিষিদ্ধ। এটি চলতে থাকলে এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাবে। তাই অনতিবিলম্বে মেলায় অবৈধ লটারি বন্ধ দাবি জানাই।
আন্দোলনকারীর মূল নেতা মাওলানা জাকারিয়া রহমান বলেন, প্রশাসন আমাদেরকে বুধবার পর্যন্ত সময় নিয়েছেন আলোচনা করে অবৈধ লটারির জুয়া বন্ধের জন্য। যদি বন্ধ না করে পরের দিন সকাল থেকে লংমার্চে ঘোষণা দেওয়া হবে। গত ৫ আগস্ট খোলাহাটি হাসিনানগরে শহীদ মাহবুব সেনানিবাসে জায়গায় ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা শুরু হয়।
এমেলার ইজারাদার বেলাল হোসেন বলেন, আমরা সেনাবাহিনীর জায়গায় মেলা শুরুর আগে তাদেরকে ১ কোটি ১০ লক্ষ টাকা দেই। এখন লটারি বন্ধ করলে আমাদের অনেক লোকসান হবে।