অপপ্রচার ও প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে লালমোহন উপজেলা বিএনপির সম্পাদক বাবুল পঞ্চায়েত
আপডেট সময় :
২০২৫-০৯-০১ ২০:৩৯:০৯
অপপ্রচার ও প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে লালমোহন উপজেলা বিএনপির সম্পাদক বাবুল পঞ্চায়েত
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি।
বিশিষ্ট সমাজসেবক বাবুল পঞ্চায়েত বলেন, গত ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখে ‘দৈনিক অপরাধচক্র’ পত্রিকায় হত্যা, সন্ত্রাস, চর দখল, চাঁদাবাজি ও ধর্ষন যার নিত্যদিনের কাজ এই শিরোনামে আমার ছবি ব্যবহার করে একটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করা হয়। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিঘোচর হয়েছে। প্রকাশিত এই ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক এই সংবাদের বিরুদ্ধে চরম ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।
এই সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনাটি হলো, জীবনের দীর্ঘ সময় ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির গঠনতন্ত্র মেনে রাজপথে থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উপজেলা বিএনপির সকল নেতাকর্মী আমাকে ভালোবাসে।আমার এই জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে।
গত ২৬ জুলাই লালমোহন উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনকে কেন্দ্র করে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্মেলনের দুইদিন আগে আমার বিরুদ্ধে একজন মহিলা দিয়ে ভিত্তিহীন একটি ভিডিও প্রচার করে। সেই মহিলা পরবর্তীতে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর মাধ্যমে স্বীকার করে যে, আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ও তারেক জিয়ার কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে দিবে বলে আমাকে দিয়ে এ ধরনের বক্তব্য দেওয়ায়।
অত্যান্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, সেই একই চক্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে "দৈনিক অপরাধ চক্র" নামে একটি পত্রিকায় হত্যা, সন্ত্রাস, চর দখল, চাঁদাবাজি ও ধর্ষন যার নিত্যদিনের কাজ এই শিরোনামে আমার নামে একটি ভুয়া সংবাদ প্রচার করে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে এই সংবাদটি প্রচার করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমার বিরুদ্ধে যে সকল অপরাধের কথা বলে সংবাদ প্রচার করেছে, তার যথাযথ প্রমাণ কর্তৃপক্ষকে দিতে হবে অন্যথায় আমি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স