গৌরীপুরে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৯-০১ ২০:২৯:১৭
গৌরীপুরে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ের মৌলিক দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পৌর শহরের জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভালুকা ক্লাস্টারের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় তিনটি বিষয়ের বিজয়ী ২৭ জন শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ।
এ সময় তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা, ইংরেজি বিষয়ে পঠনের জড়তা কাটাতে এবং গণিত বিষয়ের ভীতি দূর করতেই এই আয়োজন করা হয়েছে। এই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এর আগে, ভালুকা ক্লাস্টারের অধীনে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে এ প্রতিযোগিতায় ২৩৪ জন শিক্ষার্থী অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা ক্লাস্টার প্রধান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার।
জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ খান, আবদুল্যাহ আল বাকী, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, নূরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন তালুকদার, জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি মনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক সানজিদা ইয়াসমিন, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মাজহারুল আনোয়ার ও অভিভাবক তাহমিনা আক্তার প্রমুখ।
প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা হলেন, তৃতীয় শ্রেণির বাংলা বিষয়ে ১ম আরশিয়া নাজাফাত শিমু, ২য় মাইশা আক্তার, ৩য় উষসী দাস, গণিত বিষয়ে ১ম তৌসিফ আহমেদ তারিফ, ২য় অর্জিতা তাহারাত ইমু, ৩য় আয়শা সিদ্দিকা রাইসা, ইংরেজি বিষয়ে ১ম মৃত্তিকা রহমান মিঠি, ২য় আলিশা জান্নাত, ৩য় নিবির সরকার ঋদ্ধ। চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ে ১ম সায়মা, ২য় তাকিয়া মুনতাহা, ৩য় মুমতাহিনা সায়েরা, গণিত বিষয়ে ১ম মৃত্তিকা বর্মন রীতি, ২য় শ্রেয়সী বসাক, ৩য় খালিদা হাসান ওয়ালিদ, ইংরেজি বিষয়ে ১ম নিশাত নাওয়াল শারিন, ২য় জারিফ জাওয়াদ রাফসান, ৩য় খালিদ হাসান ওয়ালিদ।
পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ে ১ম আতিয়া ইসলাম রোদেলা, ২য় সাদিয়াতুল তায়িবা, ৩য় রাইসা মনি, গণিত বিষয়ে ১ম আতিয়া ইসলাম রোদেলা, ২য় আয়েশা জান্নাত, ৩য় মুজাব্বির আল তাহসিন, ইংরেজি বিষয়ে ১ম আয়েশা জান্নাত, ২য় তাবাসসুম তাহসিন নাইজা, ৩য় জাইন লোবান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স