ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। একই ওয়ার্ডের সাবেক সভাপতি মনোয়ার হোসেন টিটু সোমবার সকাল সাড়ে ১১টায় একই ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে আরশ ভিলা নামক একটি ভবনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মুর্শেদ ও যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ সরকার টিটুর কাছে অর্থ দাবি করে তা না পেয়ে তাকে কমিটিতে স্থান দেননি।
সংবাদ সম্মেলনে টিটুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজাপুর গ্রামের বাসিন্দা আলী হোসেন। গত রোববার রাতে পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মুর্শেদ তার ফেসবুক আইডিতে তা শেয়ার করেন। মনোয়ার হোসেন টিটু ওই কমিটিতে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, যাকে (কাজল তালুকদার) কমিটিতে সভাপতি করা হয়েছে তিনি কখনও সদস্যই ছিলেন না। এমনকি যারা বিভিন্ন সময় ফেসবুকে ও প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন তাদেরকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য এবং নতুনদের পদ বন্টন করা হয়েছে। যা বিএনপির নীতিমালা পরিপন্থি। তাই আওয়ামী লীগ সমর্থিত বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে অবিলম্বে বহিস্কার করাসহ ত্যাগী ও পরীক্ষিতদের দিয়ে দ্রুত কমিটি পূনর্গঠনের দাবি জানানো হয়।
মনোয়ার হোসেন টিটু বলেন, আমাকে কমিটিতে রাখার জন্য পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মুর্শেদ ও যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ সরকার আমার কাছে ১ লাখ টাকা করে দাবি করেন। মাহবুব মুর্শেদ পরে ২০ হাজার টাকা কম দিতে বলেছিলেন। কিন্তু আমি কোনো টাকা না দেওয়ায় কমিটিতে রাখা হয়নি। আর যিনি কোনোদিন সদস্যই ছিলেন না তাকে নিয়মবহির্ভূতভাবে সভাপতি করা হয়েছে।
তারা (মাহবুব ও হারুন) টাকা চেয়েছে এমন প্রমাণ আছে?- এমন প্রশ্নের জবাবে টিটু বলেন, প্রমাণ রেখে এসব টাকা চাওয়া হয়না।
পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মুর্শেদ ও যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ সরকার বলেন, টিটু আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিল, যার প্রমাণ আছে।
বিগত ১৭ বছর বিএনপির সাথে টিটুর কোনো সম্পৃক্ততা ছিলনা। কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করেনি। তাই জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে তাকে কমিটিতে রাখা হয়নি। আমরা টাকা চেয়েছি তার প্রমাণ দিতে পারবে? কমিটিতে থাকতে না পেরে আমাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।