ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের সম্পদ যারা আমানত মনে করবে তাদের আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান/জামায়াত নেতা শামীম সাঈদী


আপডেট সময় : ২০২৫-০৯-০১ ১৯:১৬:৪২
জনগণের সম্পদ যারা আমানত মনে করবে তাদের আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান/জামায়াত নেতা শামীম সাঈদী জনগণের সম্পদ যারা আমানত মনে করবে তাদের আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান/জামায়াত নেতা শামীম সাঈদী
 
কাউখালী প্রতিনিধি।

সোমবার (১ সেপ্টেম্বর) পিরোজপুরের কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক বৃন্দ ও স্টাফদের সম্মাননা অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ আল্লামা সাঈদী এর ছেলে আলহাজ্ব শামীম সাঈদী। অনুষ্ঠানে
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ নুরুজ্জামান মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক সভাপতি মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, শিক্ষকরাই দেশ জাতি গড়ার কারিগর, শিক্ষকদের থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা শিক্ষক তারা মানুষকে সৎ শিক্ষা দিবে। আপনারা সৎ মানুষের পক্ষে থাকুন, সৎ মানুষকে সাপোর্ট দিন। যারা জনগণের সম্পদ চুরি করে খায় তাদের বয়কট করুন। দেশের সম্পদ যারা আমানত মনে করবে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠান। যত বড় বিপদ আসুক আমরা সব সময় সত্য কথা বলবো।

তিনি আরো বলেন, আমাকে আপনাদের সংসদ সদস্য করতে হবে না, আপনারা সৎ, যোগ্য মানুষকে সংসদ সদস্য বানান। যেই সৎ হবে তাকেই আপনারা সাপোর্ট করুন।
 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ