ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে এক রাতে তিন কৃষকের ৯ টি গরু চুরি!


আপডেট সময় : ২০২৫-০৯-০১ ১৮:২১:৫০
বদরগঞ্জে এক রাতে তিন কৃষকের ৯ টি গরু চুরি! বদরগঞ্জে এক রাতে তিন কৃষকের ৯ টি গরু চুরি!

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরের বদরগঞ্জে একই রাতে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার ৩১ আগস্ট গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর সরকারপাড়ার ও দলুয়া এবং পার্শ্ববর্তী খাগড়াবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ওসমানপুর সরকারপাড়া গ্রামের মহা সরকারের দুটি বিদেশি গরু, দলুয়ার কৃষক খলিলুর রহমানের চারটি গরু ও খাগড়াবন্ধ গ্রামের মহির বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
তারা আরো জানান, এই এলাকায় রাতের বেলায় পুলিশ বা গ্রাম পুলিশের কোনো তৎপরতা চোখে পড়ে না । পুলিশের পক্ষ থেকে কখনো কেউ টহল দিতেও আসে না। এ কারণে চোরেরা বেপরোয়া হয়ে তাদের নিজেদের মতো করে রাতের বেলা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। যদি এলাকায় পুলিশের টহল অব্যাহত থাকতো তাহলে কৃষকের এত বড় ক্ষতি হতো না।
 
ভুক্তভোগী কৃষক মহা আলী সরকার ও খলিলুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলো গোয়ালে রেখে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সোমবার সকালে উঠে দেখি গোয়ালঘরে গরু গুলো নেই।আমার অনেক লোকসান হয়ে গেলো।
 
বিষ্ণুপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান আলী বলেন, ঘটনাটি শোনার আমি ঘটনাস্হলে লোক পাঠিয়েছি।এছাড়া প্রশাসনকে জানানো হয়েছে। 
 
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান মুঠোফোন বলেন, গরু চুরির খবরটি শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার চেষ্টা চলছে। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ