মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে সাংগঠনিক কাজে ব্যর্থতা ও দ্বায়িত্বে অবহেলার দায়ে উপজেলা ও থানা স্বেচ্ছাসেবক দলের ৫ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশ মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় সাংগঠনিক কাজে ব্যর্থতা ও দ্বায়িত্বে অবহেলার দ্বায়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও উল্লাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষনা করা হইল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ইউনিট সমূহের কমিটি অতি দ্রুত কর্মীসভার মাধ্যমে গঠন করা হবে।