অন্তঃসত্ত¡া প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
অন্তঃসত্ত¡া প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাটে অন্তঃসত্ত¡া প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৯/৩/২০২৫ ইং তারিখ প্রতিবন্ধী ভিকটিমের সাথে একই গ্রামের ফারুক মিয়া (৫৫) এর ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। একপর্যায়ে ফারুক মিয়া ভিকটিমের শরীরের বিভিন্ন পরিবর্তন দেখে বিবাহের পূর্বে অন্তঃসত্ত¡ার বিষয়টি ভিকটিমের পিতাকে জানায় এবং ভিকটিমকে
জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ০৫/১০/২০২৪ইং তারিখ হতে ১নং বিবাদী আবু তাহের ও ২নং বিবাদী আকবর আলী বিভিন্ন সময়ে ভিকটিমের একাকীত্বের সুযোগে প্রলোবদ্ধ করে ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করছে। ভিকটিম ০৮/৫/২০২৫ইং তারিখ ডাক্তারের স্মারণাপন্ন হয়ে মেডিকেল টেস্টের মাধ্যমে জানতে পারেন তিনি ২৭ সপ্তাহ ০৪ দিনের অন্তঃসত্ত¡া।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ৩০ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৬.৪০ ঘটিকার সময় উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মামলা নং-০৭, তারিখ- ১১/০৫/২৫, ধারা-নারী শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত -২০২০) এর ৭/৯(৩) এর মূলে এজাহারনামীয় ০২নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- মোঃ আকবর আলী (৩৫), পিতা-মোঃ সাহেব আলী, সাং- উসমানপুুর, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স