ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের নিউ মেম্বার ওরিয়েন্টেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-০১ ০১:১৩:৩১
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের নিউ মেম্বার ওরিয়েন্টেশন সম্পন্ন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের নিউ মেম্বার ওরিয়েন্টেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সিলেট ৩১ সেপ্টেম্বর, ২০২৫  রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন এর নিউ মেম্বার ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় সিলেট শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। 

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীর পিএইচএফ-এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ পিএইচএফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডি ৬৫ রিপসা টিম বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅরডিনেটর পিডিজি লেফটেন্যান্ট (অব) এম আতাউর রহমান পীর। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিডিএফএল রোটারিয়ান ফিরোজা রহমান, রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান - কোঅরডিনেটর এডমিন, রোটারিয়ান পিপি মোঃ কবির উদ্দিন - কোঅরডিনেটর (ফাইন্যান্স), রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পি এইচ এফ - ডেপুটি কোঅর্ডিনেটর, রোটারিয়ান আই পিপি মোঃ আব্দুল বাসিত এসিস্ট্যান্ট কো - কোঅরডিনেটর।   

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, জাতীয় সংগীত পরিবেশন করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান পিপি প্রফেসর মোঃ জাকির আলী। 

স্বাগত বক্তব্য রাখেন, রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী পি এইচ এফএমসি, আলোচনায় অংশ গ্রহন করেন রোটারিয়ান পিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার প্রমূখ।

উপস্থিত ছিলেন, রোটারিয়ান সৈয়দ সুয়েবুর রহমান, রোটারিয়ান এএসএম জি কিবরিয়া, রোটারিয়ান ফারুক আহমেদ, রোটারিয়ান নুরুল আলম চেয়ারম্যান, রোটারিয়ান মোঃ আবুল কালাম, রোটারিয়ান বদরুজ্জামান চৌধুরী, রোটারিয়ান আনোয়ার হোসেন ও ক্লাবের নবাগত ১৫ জন নতুন সদস্য বৃন্দ। পরে নতুন বন্ধুদের অতিথিবৃন্দ ফুল, লেপেল পিন পরিয়ে ক্লাবে বরণ করে নেন। ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ