নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা কেন্দ্র "রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ" এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শনিবার ৩০ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে আগামী ১ (এক) সাংগঠনিক বছরের (২০২৫-২০২৬ খ্রিঃ) জন্য গঠনতন্ত্রের ১১(খ)-১ ধারা অনুযায়ী পরিষদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন করার লক্ষ্যে মনোনীত ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট “সিলেকশন কমিশন” অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সভাপতি পদে এডভোকেট সাইয়িদ তালুকদার, সাধারণ সম্পাদক পদে শাহী মুহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহ সভাপতি মিসেস পারভীন আকতার, সহ সভাপতি মো আলী আজগর, এম মোরশেদ আলম, আবু নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক সুমঙ্গল তালুকদার জনি, সহ সাধারণ সম্পাদক মো মেরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো জাহেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো বছির মিয়া, অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া আপন, দফতর সম্পাদক মো বেলাল হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মো তৈয়বুল ইসলাম, সহ প্রচার প্রকাশনা সম্পাদক বেলাল শেখ, বিজ্ঞান ও গবেষনা সম্পাদক অর্পন বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক নোমান জাভিদ তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রান্ত বড়ুয়া আদর, সাহিত্য সম্পাদক মিস সায়মা আলম, সহ সাহিত্য সম্পাদক মিস জেসি আকতার, সাংস্কৃতিক সম্পাদক নাসিমা আকতার শিল্পী, সহ সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া সেলিম, জনসংযোগ সম্পাদক স্বর্ণা তালুকদার, পাঠাগার সম্পাদক সানজিদা আকতার লিজা, সহ পাঠাগার সম্পাদক মো শহিদুল্লাহ, আবৃত্তি সম্পাদক সাবরিনা সাদিয়া, পরিকল্পনা সম্পাদক রবিউল মোস্তফা মুন্না, আইন সম্পাদক সৈয়দ মো গোলাম রসূল, সমাজকল্যাণ সম্পাদক গীতিকার আজাদ শাহ, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, মহিলা সম্পাদক সাইমা সুলতানা ঝুমু, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ুম, বইমেলা সম্পাদক জান্নাতুল তামান্না, স্বাস্থ্য সম্পাদক রাহুল বড়ুয়া, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো রবিউল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো ওমর ফারুক, কার্য্যনির্বাহী সদস্য পদে আফরোজা সুলতানা, কাজী আয়েশা আরেফীন, নাজমিন সুলতানা জেসি, ফারজানা হানিফ রিয়া, রফিকুল ইসলাম রিজভী, মো আবদুল মান্নান, তুহিন তঞ্চ্যঙ্গা, সুজয় বড়ুয়া, রুমি আকতার, সৈয়দ মো মিরশাদুর রহমান, মো নাবিল, নাহিদুল ইসলাম জুয়েল নির্বাচিত হন।
গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ থেকে পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।