ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপাড়ায় আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৯-০১ ০০:৩৬:৪০
মধ্যপাড়ায় আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ মধ্যপাড়ায় আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক ওষুধ স্প্রে করে কৃষকের জমির ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক কৃষক সুলতান আলম স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব রসুলপুর গ্রামের কৃষক আনিসুর রহমান একই গ্রামের সুলতান আলম এর কাছ থেকে ৬৪ শতাংশ জমি বর্গা নিয়ে চলতি আমন মৌসুমে গুটি স্বর্ণা জাতের ধান চাষাবাদ করেন। এরই মধ্যে একই গ্রামের দুষ্কৃতকারী, ফয়জার রহমান মন্টু, খাইরুল ইসলাম, ইমন, রিফাত ও  তাদের পরামর্শদাতা হরিরামপুর সাহাপাড়া গ্রামের আমিনুল ইসলাম সকলে মিলে ধান ক্ষেতে আগাছা নাশক স্প্রে করে কৃষক আনিসুর রহমানের চাষাবাদকৃত সমুদ্ধসঢ়;য় ফসল নষ্ট করে ফেলেছে।

এ বিষয়ে গতকাল রবিবার ভুক্তভোগী কৃষক আনিসুর রহমান জানান, আমি পূর্ব রসুলপুর গ্রামের সুলতান আলম ও তার ভাতিজাদের কাছ থেকে পূর্ব রসুলপুর মৌজার পলিপাতারে ৬৪ শতাংশ জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেছি। গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারী অন্যায় ভাবে আমার ফসলের খেতে আগাছা নাশক ওষুধ স্প্রে করে আমার ধান ক্ষেত নষ্ট করেছে।

এতে করে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মানুষের কাছ থেকে ধার দেনা করে এক বুক আশা নিয়ে বর্গাকৃত জমিতে ধান রোপন করেছিলাম। তারা আমার চরম ক্ষতি করেছে। আমি এখন নিঃস্ব প্রায়।

এদিকে জমির মালিক কৃষক সুলতান আলম বলেন, আমরা ক্রয় সূত্র দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ দখল করে আসছি। আমার প্রতিবেশী ফয়জার রহমান মন্টু ও খাইরুল ইসলাম, ইমন, রিফাত ও আমিনুল ইসলাম পূর্ব শত্রুতা জের ধরে ওই জমির মৌসুমী ফসলাদির ক্ষতিসাধন করে আসছে।

তারা ইতিপূর্বেও প্রকাশ্যে ও গোপনে আমার জমির বিভিন্ন ফসলাদি নষ্ট করেছে। ফসল নষ্ট করার অপরাধে ইতিপূর্বেও আমরা তাদের নামে থানায় সাধারণ ডায়েরি করেছি। মূলত পূর্ব শত্রুতার জের ধরে তারা শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে আমাদের ফসলী জমিতে আগাছা নাশক ওষুধ স্প্রে করে সমুদয় ধানের চারা গাছ নষ্ট করেছে।

ওই ঘটনার, পর আমি শনিবার রাতে স্থানীয় মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করব।

অপরদিকে অভিযুক্তদের আত্মীয়-স্বজন ফসলের ক্ষেত নষ্ট করার অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কেবা-কারা ধান ক্ষেত নষ্ট করেছে এই বিষয়টি আমাদের জানা নেই। তবে বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ