বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট সময় :
২০২৫-০৮-৩১ ২৩:১৬:৫৯
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ আবদুল্লাহ বুড়িচং।
দুর্গাপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর দুর্গাপুর গ্রামের।
আজ রোববার দুপুরে (৩১ আগষ্ট) মারিয়াম আক্তার নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির লোকজনের অজান্তে মারিয়াম আক্তার ঘর থেকে বের হয়ে খেলার ছলে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পরে যায়। সবাই অনেক খোঁজাখুঁজি করে পুকুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়াম আক্তারের মামা মামুনুর রশীদ জানান, আমার বোন পারভিন আক্তারের সঙ্গে গত কয়েকদিন আগে দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ শুয়া মিয়া মেম্বারের বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার দুপুরে সে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় মা ও বোনের সকলে আপনাদের বাচ্চাদের দেখে রাখবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স