ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল মালিককে জরিমানা
আপডেট সময় :
২০২৫-০৮-৩১ ২৩:০৬:১৫
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল মালিককে জরিমানা
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩১ আগষ্ট (রবিবার) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ১ টি খাবার হোটেলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও নোংরা পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া খাবার হোটেলে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ব্যাপারে তদারকি এবং সতর্ক করা হয়। অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ও আনসারের একটি দল সহযোগীতা করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স