সুমন মন্ডল পাবনা।
পাবনা ফরিদপুর উপজেলার, খাগরবাড়িয়া ৯ নং ওয়ার্ডে হৃদয়বিদারক এক দুর্ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ছোবাহান মন্ডলের দুই নাতির।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা খেলার সময় অসাবধানতা বশত পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে এলাকাবাসী পানিতে খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এবং পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। এলাকার জনপ্রতিনিধিরা পরিবারটিকে সান্ত্বনা দিচ্ছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।