পিরোজপুর ২ আসনের জামাতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন
আপডেট সময় :
২০২৫-০৮-৩১ ২০:১৮:১৩
পিরোজপুর ২ আসনের জামাতের মনোনীত প্রার্থী শামীম সাঈদী ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুর ২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী রবিবার ( ৩১ আগস্ট) দুপুরে কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের কাছে দোয়া চান এবং তিনিও ছাত্রছাত্রীদের জন্য দোয়া করেন। বিভিন্ন শ্রেণীকক্ষে আলাদা আলাদা ভাবে ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় শামীম সাঈদী বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের কাছে ভোটের কামনা ও দোয়া চাই। আমি সব সময় আপনাদের সাথে আছি এবং থাকবো। অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে আমাকে আপনারা সবসময় পাশে পাবেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার বিকল্প নেই, শুধু মেধাবী হলে চলবে না ভালো মনের মানুষ হতে হবে। সমাজের আদর্শ মানুষ হিসাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পাঠ্যপুস্তক মুখস্ত না করে মনোযোগ সহকারে পড়াশোনা করলে ভাল ফলাফল পাওয়া যাবে। এ সময় উপস্থিত ছিলেন, জামায়তের ইসলাম কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা নজরুল ইসলাম, সাবেক আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স