ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-৩০ ১৮:২৫:০৬
সারাদেশে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ফয়সল চৌধুরী সারাদেশে ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জাতির মুক্তির প্রকৃত সনদ হচ্ছে বিএনপির ৩১ দফা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই দফাগুলো বাস্তবায়ন হলে অবশ্যই আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো। আর সেই দেশটি হবে একটি শান্তির দেশ।

বিএনপি সেলক্ষ্যেই কাজ করছে। তিনি শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বিয়ানীবাজরের ৩নং দুবাগ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশের মানুষ আজ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সাড়া জেগেছে। ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগনের আস্তা ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়নের সুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। প্রচারণা শেষে দু’বাগ বাজারে তিনি নেতাকর্মী সমর্থক এবং এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে, বাদ আসর দু’বাগ চৌরাস্তার মোড় থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে ৩১ দফার সমর্থনে শুরু হয় প্রচারণা ও লিফলেট বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামিল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল হক রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য শাহিদুল ইসলাম রাজেল, দুবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নজির আহমেদ মেম্বার, উনিয়ন বিএনপির সদস্য আলমাছ উদ্দিন দুদু সাবেক মেম্বার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমেদ মেম্বার, জাকির হোসেন, ময়নুল আহমেদ, ইউনিয়ন জাসাসের সভাপতি তারেক আহমেদ, জাসাসের যুগ্ন সম্পাদক মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেন, দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারবেজ আহমেদ, সহ-সভাপতি সুলতান আহমেদ, দুবাগ স্কুল অ্যান্ড কলেজ যুবদল নেতা রুহুল আমিন, নাবিল আহমেদ, ফাহিম আহমেদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হক, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি তানিম আহমদসহ দুবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসী।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ