ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীর কাজিরচরে চাই পেতে মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে গুরুতর আহত।​


আপডেট সময় : ২০২৫-০৮-৩০ ১৮:১০:৩০
মুলাদীর কাজিরচরে চাই পেতে মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে গুরুতর আহত।​ মুলাদীর কাজিরচরে চাই পেতে মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে গুরুতর আহত।​

মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে চাই পেতে মাছধরাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত আঃ মন্নান হাওলাদারের পুত্র কবির হাওলাদার বাহাদুরপুর চরে বাশের চাই পেতে মাছধরে জীবিকা নির্বাহ করে আসছে।

গত ২৭ আগষ্ট সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের ন্যায় কবির হাওলাদার বাহাদুরপুর চরে চাই পাততে গেলে সেখানে বাধা প্রদান করেন, একই এলাকার সুলতান ফকিরের পুত্র রাসেল ফকির, মন্নান ফকির, বেল্লাল ফকির। আর যদি চাই পেতে মাছ ধরতে হয় তাহলে তাদেরকে ২লক্ষ টাকা দিতে কবে।

এসময় কবির হাওলাদার কোন প্রকার চাদা দিবেনা বললে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে জীবন নাশের হুমকি দেন রাসেল ফকির ও তার ভাইয়েরা। ঐদিনই সন্ধা আনুমানিক ৮.২০মিনিটের সময় কবির হাওলাদার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর সাকিনের একতার হাট বাজারেরর বাবুলের মুদি দোকানের সামনে গেলে তার পথরোধ করে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র ও লাঠি-শোঠা নিয়ে তার উপর হামলা চালায় রাসেল ফকির, মন্নান ফকির, বেল্লাল ফকির, মৃত আবুল বাসার ফকিরের পুত্র সুলতান ফকির সহ আরও ৩/৪জন। হামালায় আহত কবির হাওলাদারের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

আহত কবির হাওলাদার জানান, আমার উপর যারা হামলা চালিয়েছে তারা এলাকায় মানুষের উপর নির্যাতন, চাদা বাজী সহ ভিভিন্ন অপকর্ম করে আসছে। এঘটনায় কবির হাওলাদারের ভাগিনা শহিদুল হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ