কটিয়াদীতে এগারোসিন্ধু গোধুলী ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা
আপডেট সময় :
২০২৫-০৮-৩০ ১৭:৩২:০৩
কটিয়াদীতে এগারোসিন্ধু গোধুলী ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে এগারোসিন্ধু গোধুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কটিয়াদী মানিকখালী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এগারোসিন্ধু গোধুলী এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী স্টেশনে প্রবেশ করার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ট্রেনটি দীর্ঘ সময় থেমে থাকে। যাত্রীদের মধ্যে দেখা দেয় চরম হতাশা ও ক্ষোভ। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
নারী যাত্রী ইসরাত অভিযোগ করে বলেন, রেলওয়ের সেবা বাড়ানো হলেও এ ধরনের যান্ত্রিক ত্রুটি নিয়মিত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চান তিনি ।
ঘটনার বিষয়ে কটিয়াদী রেলস্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দ্রুত ত্রুটি সারানোর জন্য রেলওয়ের প্রযুক্তিগত টিমকে খবর দেওয়া হয়েছে। ইঞ্জিন চালু না হওয়া পর্যন্ত ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স