ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১০ মাস বয়সী শিশুকে অপহরণের পনেরো ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো, অপহরণকারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-৩০ ১৬:০৭:০৪
১০ মাস বয়সী শিশুকে অপহরণের পনেরো ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো, অপহরণকারী গ্রেফতার। ১০ মাস বয়সী শিশুকে অপহরণের পনেরো ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো, অপহরণকারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

১০ মাস বয়সী শিশুকে অপহরণের পনেরো ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো র‌্যাব-৪, অপহরণকারী গ্রেফতার ১।

“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৯ আগষ্ট ২০২৫ তারিখ রাতে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় অভিযান পরিচালনা করে সাভার থানাধীন তেঁতুলঝড়া এলাকা হতে অপহরণকৃত ১০ মাস বয়সী শিশু মোঃ ইব্রাহিম’কে ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করতঃ অপহরণকারী মোঃ আব্দুল মতিন (৪১)’কে গ্রেফতার করে।

৪, সিপিসি-২, সাভার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা একজন গার্মেন্টস কর্মী। অপহরণকারী মোঃ আব্দুল মতিন ও ভিকটিমের পরিবার প্রায় ৯/১০ মাস ধরে ঢাকা জেলার সাভার থানাধীন তেঁতুলঝড়া এলাকায় একই বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। ২৮ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে অপহরণকারী মোঃ আব্দুল মতিন ভিকটিমের পরিবারের অবর্তমানে ১০ মাস বয়সী শিশু ভিকটিম মোঃ ইব্রাহিম’কে তাদের ভাড়া বাসা হতে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারী ভিকটিমকে ছেড়ে দিবে মর্মে মোবাইল ফোনের মাধ্যমে তার পিতার নিকট ৫০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম অপহরণের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির আদাবর থানাধীন শেখের টেক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ মাস বয়সী শিশু ভিকটিম মোঃ ইব্রাহিম’কে উদ্ধার করতঃ অপহরণকারী মোঃ আব্দুল মতিন (৪১)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ