ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে সদ্য নির্মিত গার্ডার সেতুটির ঢাল এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে,দুর্ভোগ এলাকাবাসীর।


আপডেট সময় : ২০২৫-০৮-৩০ ০২:০২:৩৭
কাউখালীতে সদ্য নির্মিত গার্ডার সেতুটির ঢাল এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে,দুর্ভোগ এলাকাবাসীর। কাউখালীতে সদ্য নির্মিত গার্ডার সেতুটির ঢাল এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে,দুর্ভোগ এলাকাবাসীর।
 
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে সদ্য নির্মিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজটির ডাল এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতু নির্মাণের পাঁচ মাসের পর সেতুর ঢালে বড় গর্তের সৃষ্টি হয়েছে।উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের শংকরপুর রোডের বেকুটিয়া গ্রামের বড় বাড়ির সামনের মশিউর রহমান মিলটনের বাড়ি সংলগ্ন ১৫ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজের ঠালে মাটি সরে গিয়ে গর্তে পরিনত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে রাতে চলাচলে খুবই ঝুঁকিপূর্ণ। অত্র এলাকার আবাসনের বাসিন্দা সহ প্রায় ২ শতাধিক পরিবারের যাতায়াতের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।


এলাকাবাসী মশিউর রহমান মিল্টন বলেন, সেতুটি নির্মিত হয়েছে মাত্র কয়েক মাস আগেই। এখনই চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। অত্র এলাকার মুরুব্বী শাজাহান হাওলাদার বলেন, অধিকাংশ ঠিকাদার প্রতিষ্ঠান সরকারি দলের লোক হওয়ায় কাজের মান ভালো হয় না। তাদের প্রতিবাদ করার সাহস আমাদের থাকে না। 


উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য সেতু কালভার্টটির নির্মাণ কাজ করেন, ভান্ডারিয়ার মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ। ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি চলতি বছরের ১০ মার্চ শেষ করে। এতে খরচ হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৯৯ হাজার ১৮০ টাকা।


এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অবিলম্বে সংস্কার করা হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ