ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচন হবে : ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-২৯ ১৭:৫১:০৭
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচন হবে : ফয়সল চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্টিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
 
নিজস্ব প্রতিবেদক

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। মানুষ ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষায়। তাই যারা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত জনগনই তাদের প্রতিরোধ করবেন।
 
তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্টিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি আদর্শ রাজনৈতিক দল। আমরা জনগনের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি। শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করি। তাই যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে, ততবার দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে সরকার গঠন করলে ইনশাল্লাহ কুশিয়ারা তীরবর্তী মানুষের উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। ফ্যাসিস্টের পতন ঘটাতে আমাদের ছাত্র-জনতা যে ত্যাগ স্বীকার করেছে, জীবন উৎসর্গ করেছে শহীদ হয়েছে- জাতি তাদের সারাজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাগলা শাহী ঈদগাহ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ।

সাধারণ সম্পাদক শাহিন আহমদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাষ্টার মইজ উদ্দিন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ নাজু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাছির, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক ছটন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন গেদাই, সাধারণ সম্পাদক, নানু মিয়া, সাংগঠনিক জয়নাল উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সদস্য আলাউদ্দিন আলা, ফখর মিয়া, গিয়াস উদ্দিন, ফরিজ আলী মেম্বার, লোকমান আহমদ ও ধনই মিয়া।

এছাড়াও, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।



 
 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ