ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় নারী মাদককারবারী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৮-২৮ ২৩:২৭:০৯
ব্রাহ্মণপাড়ায় নারী মাদককারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় নারী মাদককারবারী গ্রেফতার

মোঃ অপু খান চৌধুরী।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দক্ষিন তেতাভূমি গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও তিন বছরের সাজা প্রাপ্ত আসামী আমেনা বেগম কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সবুরের খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত দক্ষিণ তেতাভূমি এলাকায় মাদকের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত ধরা ছোয়ার বাহিরে থেকে মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘদিন যাবত আমেনা ও তার সঙ্গীরা ভারত থেকে আসা গাজাঁ, ইয়াবা,ফেনসিডিল সহ অনন্য মাদকের রমরমা বানিজ্য করেছে। তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে পারে না৷ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর এই মাদক কারবারীকে গ্রেফতার করায়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ