নিজস্ব প্রতিবেদক
র্যাব এর পৃথক যৌথ অভিযানে রংপুরের চাঞ্চল্যকর মাসুদার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ মোট ৫ জন পলাতক আসামি গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, জমিজমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম ও আসামিদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ১৮/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় ভিকটিম মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে, এজাহারে বর্ণিত আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষনিক ভিকটিম আসামিদের ঘর নির্মানে বাধা প্রদান করলে এজাহারে বর্ণিত আসামিগণ ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে এবং ২ নং আসামি এর হাতে থাকা হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮/৭১, তারিখঃ ১৮/০৭/২০২৫ ইং ধারাঃ ১৪৯/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।
বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ২৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ০৩.১০ ঘটিকা হতে ০৪.১৫ ঘটিকা পর্যন্ত জিএমপি, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ০৩টি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ১। মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫), পিতা-মৃত আছাব উদ্দিন মুন্সি, ২। মোছাঃ লাইলী বেগম (২৮), স্বামী-মোঃ আব্দুর হাকিম, ৩। মোঃ শহিদুল ইসলাম(২৬), পিতা মোঃ আব্দুল লতিফ, সর্ব সাং-নাজিরদহ বকুলতলা এবং ৪। মোঃ হাকিম আলী(২৮), পিতা-মৃত আঃ কাদের, সাং- সাধু কুটিরপাড়া, উভয় থানা-কাউনিয়া, জেলা-রংপুরদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-৬, সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ২৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ১০.১৫ ঘটিকার সময় বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানাধীন ভিভিআইপি মোড় সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাইফুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আব্দুল লতিফ, সাং- নাজিরদহ, থানা- কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।