ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধার লাশ উদ্ধার! প্রধান আসামি গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৮-২৮ ২০:১৪:১৭
রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধার লাশ উদ্ধার!  প্রধান আসামি গ্রেফতার রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধার লাশ উদ্ধার! প্রধান আসামি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভুট্টাক্ষেতে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ ফিরোজকে (২৫), ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (২৭ আগস্ট) রাতে সাভার থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত (২৬ মে) উজালপুর বিলে ছাগল আনতে গিয়ে নিখোঁজ হন নিহত বৃদ্ধা। এদিন রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামের ইদ্রিসের ভুট্টাক্ষেতে ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

নিহত বৃদ্ধা ছেলে এরশাদ ঘটনাস্থলে পৌঁছে তার মায়ের লাশ শনাক্ত করেন। ঘটনার দিন বিকালে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে নিখোঁজ মায়ের খোঁজে উজালপুর বিলে যান। সেখানে তারা মায়ের পালিত দুটি ছাগল বাঁধা অবস্থায় দেখতে পান। মাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বিলে ছয়জন ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে ঢাকা জেলার সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাÐের অন্যতম প্রধান আসামি ফিরোজকে (২৫) গ্রেফতার করে পুঠিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামি ফিরোজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ