ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা পুটখালি সিমান্তে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার।


আপডেট সময় : ২০২৫-০৮-২৮ ১৮:৪৮:৩১
শার্শা পুটখালি সিমান্তে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার। শার্শা পুটখালি সিমান্তে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার।
 
শার্শা উপজেলা প্রতিনিধিঃ মানিক হোসেন। 
 
বেনাপোল পোর্ট থানার আলোচিত পুটখালী সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার সময় ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশে বাংলাদেশ সীমান্তে চরের মাঠ থেকে এ লাশটি উদ্ধার হয়। তবে ওই যুবক কে কোথা থেকে এসে সীমান্তের এ দুর্গম এলাকায় ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানা ওসি পরিদর্শন করেছেন। 
 
পুটখালী সীমান্তের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায়, ওই যুবকের গলায় ফাঁস রহস্যজনক। সে আদৌ গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা
করেছে না তাকে কেউ হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এটা রহস্যজনক। 

বেনাপোল পোর্ট থানার এস আই খাইরুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
 
বেনাপোল পোর্ট থানার ওসি মো:রাসেল মিয়া বলেন, ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তর পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। যশোর পিবিআই এই অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুর রহস্য তদন্ত করবে বলে তিনি জানান। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ