ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৮-২৮ ১৮:০৮:২০
ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মো: শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি। 

টাঙ্গাইলের ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ ইং বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাদেমুল ইসলাম, এম.টি.ইপিআই নাছিমা খাতুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার দত্ত, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবসার হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সোবহান বলেন- ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে-মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ড ছাড়া এ টিকা গ্রহণ করা যাবে না।

টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী ভূঞাপুরে মোট ৫৬,০২২ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান। ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহণকারী কীভাবে সহজেই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ