অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ গ্রেফতার।
অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধারসহ গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
বসতবাড়ির খড়ের পালায় মাদক: র্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ০১।
বাংলাদেশ আমার অহংকার - এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর আভিযানিক দল ২৭ আগস্ট ২০২৫ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বুলেট (৪১)’কে গ্রেফতার করে।
মামলার এজাহার ও র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ সূত্রে জানা যায়, ২৭ আগস্ট ২০২৫ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আখাউড়া হতে গাঁজার একটি বড় চালান নিয়ে এসে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল এলাকায় নিজ বাড়িতে লুকিয়ে রেখেছে। তৎক্ষণাৎ সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ বুলেট (৪১)’কে আটক করতঃ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়ির পূর্ব পাশের খড়ের পালা হতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানসহ ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স