কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার আমরাজুরী ইউনিয়নের ২০২৪/২৫ অর্থবছরে এসএসিপির আওতায় আশোয়া কৃষক ব্যবসায় স্কুলের কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক মোঃ রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল প্রজেক্ট অফিসার মোঃ রিফাত সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।