ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়েছে ধর্মপাশা ১ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। জেলা পর্যায়ে প্রাথমিক স্তরের মেধা বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করেছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।এর মধ্যে ২৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
ধর্মপাশা উপজেলা থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে, যার মধ্যে ৪ জনই ধর্মপাশা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিশেষ করে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুনা জাহান বৃন্তি জেলায় ৮১ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, সাইমুনা জাহান বৃত্তি, নুসরাত জাহান অহনা, ছানিয়া জাহান সেতু, জান্নাতুল ফেরদৌস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবির বলেন, এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। নিয়মিত পাঠদান, মনিটরিং এবং ছাত্রদের প্রতি নিবিড় যত্নই আজকের এই ফলাফলের মূল কারণ।
উপজেলা সহকারি প্রাথমিক বিদ্যালয় কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ অর্জন আমাদের জন্য গর্বের। এতে প্রমাণ করে নিয়মিত পাঠদান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের মান কতটা উপরে নিয়ে যেতে পারে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ বলেন, এ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, ধর্মপাশার শিক্ষার অগ্রযাত্রায় এই অর্জন একটি বড় সাফল্য। ভবিষ্যতে আরও সাফল্যের জন্য আমরা প্রশাসনিকভাবে পাশে থাকবো।