নিজস্ব প্রতিবেদক
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ডাকরাপাড়া খিয়ারপাড়া গ্রামে রফিকুল ইসলাম (৫৫) এক মাদ্রাসা শিক্ষক ইদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
বদরগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নামে এক অসুস্থ ব্যক্তি কে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে।
বদরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে বদরগঞ্জ হাসপাতাল থেকে রেফার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় মারা যায়। তারপর পরিবারের লোকজন সেখান থেকে রংপুর মেডিকেলে না নিয়ে পুনরায় বাসায় নিয়ে আসে। ঘটনার জানাজানি হলে বদরগঞ্জ থানা পুলিশ রাত দশটার দিকে লাশ নিয়ে আসে থানায়।
নিহত রফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার হরিরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার তিন ছেলে রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ শিক্ষক অত্যন্ত ভাল লোক ছিল। তার স্ত্রী প্রায় সময় তার সাথে খারাপ ব্যবহার করতেন। গত ২৭ আগস্ট স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এ সময় স্ত্রী ঝাড়ু দিয়ে নিহত রফিকুল কে মারে। তারপর তিনি স্ত্রীর সাথে লজ্জায়, অভিমান করে ঘরে থাকা ইদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আতিকুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।