ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি ৫১ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আব্দুল কাইয়ুম, নির্বাহী সভাপতি হয়েছেন রাশেদুজ্জামান রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাজাহারুল ইসলাম।
প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, এই কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করবে এবং শিক্ষকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।
শিক্ষক সমাজ আশা করছে, নতুন এই নেতৃত্ব ত্রিশালের প্রাথমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি বিদ্যালয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।