ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে, উত্তাল রাজশাহী নগরীর


আপডেট সময় : ২০২৫-০৮-২৭ ২৩:৪৪:৩০
বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে, উত্তাল রাজশাহী নগরীর বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে, উত্তাল রাজশাহী নগরীর

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী নগরীর কাজলা অক্ট্রয়মাড় এলাকা। বুধবার বিকাল ৩টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে চাকরি বাকরি পরে কর, আগে ইঞ্জিনিয়ার বানান কর, ডিপ্লোমাদের দুই গালে, জুতা মারো তালে তালে, বলে বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুরে ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার খবর রাজশাহীতে ছড়িয়ে পড়লে রুয়েট শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এদিন বিকেল ৩টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর তালাইমারী মোড়ে এসে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে কাজালা, অক্ট্রয় মোড় ও তালাইমারী ট্রাফিক মোড় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশের একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেটিতে হামলা চালানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই সড়ক থেকে সরে আসবেন না।

এ ব্যপারে মতিহার থানার অফিসার ইনজার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং যান চলাচলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। শিক্ষার্থীদের এই আন্দোলন ঢাকার ঘটনায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়া ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ