ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরের তিন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা, শহরে আনন্দ মিছিল


আপডেট সময় : ২০২৫-০৮-২৭ ২৩:২৭:১৫
গৌরীপুরের তিন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা, শহরে আনন্দ মিছিল গৌরীপুরের তিন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা, শহরে আনন্দ মিছিল

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর সরকারি কলেজ, গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজ ও গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজ থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা পৌর শহরে আনন্দ বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের আমতলায় এসে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি শাহীন আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল।

বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, মহিউদ্দিন তালুকদার আকাশ, জহিরুল ইসলাম, আল ইমরান, সদস্য তাওহীদুল সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের  যুগ্ম আহ্বায়ক   রুহুল আমিন, রিশাত, সদস্য তানভীর আহমেদ, শাহীনুল ইসলাম হৃদয়, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক  জিকু সরকার, ছাত্রদল নেতা মোকসেদুল মোমেন, মশিউর রহমান রবিন প্রমুখ।

এর আগে, ২৪ আগস্ট ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গৌরীপুর উপজেলার তিনটি কলেজ শাখায় ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।

৮ সদস্য বিশিষ্ট গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল- সভাপতি শাহীন আলম, সিনিয়র সহসভাপতি-নাজমুল হাসান, সহসভাপতি- ওয়াসকুরুনি, সাধারণ সম্পাদক- তোফাজ্জল হোসেন শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- আবু কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক- আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক- আশিকুজ্জামান রিয়াদ, দপ্তর সম্পাদক- আলম খান প্রমুখ।

৮ সদস্য বিশিষ্ট গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রদল- সভাপতি- ফাইজা আক্তার, সিনিয়র সহসভাপতি- জিনাত আরা মুন্নী, সাধারণ সম্পাদক- আফরোজা চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- রাফাত আরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক- সালমা আক্তার, সানজানা আফরোজ ঋতু, আলফিন আক্তার অমি, সাংগঠনিক সম্পাদক- মাফরীদা রহমান মীন।

১২ সদস্য বিশিষ্ট গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদল- সভাপতি-মো. মিয়াদ মিয়া, সিনিয়র সহসভাপতি- মো. হায়দার আলম, সহসভাপতি- মো. পাপ্পু শেখ, শাকিল আকন্দ, রায়হান আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক- মো. শরীফ ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- রিদোয়ান হাসান সাইম, যুগ্ম সাধারণ সম্পাদক- রিফাত হাসান, শামছিল আরেফিন এমরান, শাহ রিয়াদ পরশ, সাংগঠনিক সম্পাদক -মো. শামীম, প্রচার সম্পাদক- মো. মাসুম মিয়া প্রমুখ।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, গৌরীপুর উপজেলার তিনটি কলেজ শাখায় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণা হওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা আনন্দিত। নতুন  নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ