ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাশনাল জার্নালিস্ট সোসাইটি মিরপুরের কমিটি গঠন সভাপতি উসামা সম্পাদক জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-২৭ ২২:৪২:১৪
ন্যাশনাল জার্নালিস্ট সোসাইটি মিরপুরের কমিটি গঠন সভাপতি উসামা সম্পাদক জাহাঙ্গীর ন্যাশনাল জার্নালিস্ট সোসাইটি মিরপুরের কমিটি গঠন সভাপতি উসামা সম্পাদক জাহাঙ্গীর
 
নিজস্ব প্রতিবেদক
 
সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও সংগঠনের ঐক্য রক্ষার লক্ষ্যে ন্যাশনাল জার্নালিস্ট সোসাইটি মিরপুরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, তরুণ সাংবাদিক ও সংগঠক সভাপতি সৈয়দ উসামা বিন শিহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদকর্মী শহীদুল ইসলাম জাহাঙ্গীর। ন্যাশনাল জার্নালিস্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাহাদ মোল্লার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
 
কমিটি পরবর্তী ঘোষণা ও দায়িত্ব বণ্টন কমিটির সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:- সিনিয়র সহ-সভাপতি: তন্ময় চৌধুরী (দৈনিক তৃতীয় মাএা) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মহিউদ্দিন রনি (প্রতিদিনের কাগজ) সাংগঠনিক সম্পাদক: আরাফাত সাব্বির প্রচার সম্পাদক: মিকাঈল ইসলাম আয়াত দপ্তর সম্পাদক : মারুফ হোসেন লিমন ১নং কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ শামীম মুন্সি নেতৃবৃন্দের পেশাগত পরিচিতি নবনির্বাচিত সভাপতি সৈয়দ উসামা বিন শিহাব দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয় রয়েছেন এবং বর্তমানে তিনি দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং পেশাগত নিষ্ঠা কমিটির সদস্যদের মধ্যে আস্থা তৈরি করেছে।
 
অপরদিকে, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জাহাঙ্গীর একজন অভিজ্ঞ ও বিচক্ষণ সাংবাদিক। তিনি জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হিসেবে আছেন। রিপোর্টিংয়ে তার নিরবিচ্ছিন্ন নিষ্ঠা ও সাহসিকতার জন্য তিনি সাংবাদিক মহলে প্রশংসিত।
 
আশাবাদ ও অঙ্গীকার কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সৈয়দ উসামা বিন শিহাব বলেন, “এই দায়িত্ব শুধু পদ নয়, এটি সাংবাদিকদের কল্যাণে কাজ করার সুযোগ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাগত সংগঠন গড়ে তুলতে চাই।”
 
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “আমাদের লক্ষ্য হবে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, প্রশিক্ষণমূলক কর্মসূচি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংবাদপত্রে নারীদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।”
 
সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এই কমিটি পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে এবং সংগঠনের ভিতকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
 
নতুন কমিটির পক্ষ থেকে অচিরেই সাংবাদিকদের জন্য একটি পেশাগত প্রশিক্ষণ কর্মশালা, গণমাধ্যমে নৈতিকতা বিষয়ক সেমিনার এবং প্রেস কার্ড হস্তান্তরসহ একাধিক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ