জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সাধারণ জনগণের পক্ষে বক্তব্য দেন রুহুল সিদ্দিকী রোমান, মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মো. মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্লাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলি, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শিহাব সারার নিরব প্রমুখ।
বক্তাগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, আমাদের হাসপাতাল নিজেই এখন রোগীতে পরিণত হয়েছে। হাসপাতালে কোন সেবাই ঠিকভাবে পাওয়া যায় না। প্যারাসিটামল ছাড়া কোন ওষুধ পাওয়া যায়না। চিকিৎসকরা হাসপাতালের ডিউটি রেখে একই সময় বাহিরে এসে রোগী দেখেন। ভিতরে পরিত্যক্ত একটি ভবন এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে৷
বক্তাগণ আরও বলেন, হাসপাতালের দালালচক্র নির্মূল করে রোগীদের যথাযথ সেবা প্রদানে আমরা ১৯ টি দাবি জানিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ গণশুনানীর ব্যবস্থা করে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে গণমিছিল কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ জানান, আমাদের জনবল সংকট রয়েছে। এর মাঝেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যেনো সমস্যাগুলো সমাধান করা যায়। আর অফিসিয়ালি কোন চিঠি না এলে আমরা গণশুনানী করতে পারব না৷