ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা


আপডেট সময় : ২০২৫-০৮-২৬ ২০:০৮:৩৪
সিরাজদিখানে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা সিরাজদিখানে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা


মুন্সীগঞ্জ প্রতিনিধি:
 
 মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ সর্দার (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামের নেপালের (কালারচর) ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
 

আহত জুনায়েদ সর্দার জেলার লৌহজং উপজেলার  হলুদিয়া ইউনিয়নের ছাপরা মসজিদ এলাকার জুয়েল সর্দারের ছেলে ও সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বিক্রমপুর মডেল টাউনের সুপারভাইজার হিসেবে কর্মরত। 

 
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো জুনায়েত তার কর্মস্থল বিক্রমপুর মডেল টাউন অফিসে যাচ্ছিল। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার কর্মস্থল বিকমেপুর মডেল টাউন অফিস থেকে প্রায় ৩শ গজ দূরে চরবিশ্বনাথ গ্রামের নেপালের ব্রিজের ওপর পৌছালে একটি মোটরসাইকেলে যোগে তিনজন দুর্বৃত্ত জুনায়েদকে লক্ষ্য করে তিনটি গুলি চালায়। একটি গুলি কোমরে আর দু‘পায়ে দুটি গুলি করে দ্রুত পালিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয়রা গুলি বিদ্ধ জুনায়েত সর্দারকে প্রথমে নিমতলা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 
 

সরেজমিনে গিয়ে আরো জানাযায়, প্রজেক্টের এরিয়া ডিরেক্টর লাকি এবং সাবেক ডিরেক্টর ও জেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক প্রিন্স নাদিমের সাথে দীর্ঘদিন যাবৎ দন্দ্ব চলে আসছিলো। তাকে ডিরেক্টর পদ থেকে বের করে দেয়ার পর থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছিলো। এলাকার অনেকেরই ধারনা সেই ঘটনা থকেই আজকের এই গোলাগুলির সুত্রপাত ঘটেছে।

 
বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন, সকালে অফিসে থাকাকালীন এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যে আমাদের সুপারভাইজারকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করেছে। তাঁকে প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে নেয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পিছন থেকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে।
আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

 
বিক্রমপুর মডেল টাউনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী বলেন, আমাদের সুপারভাইজার জুনায়েদের একটি কোমরে ও দুই পায়ে দুটি গুলি লেগেছে। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তবে আমাদের প্রতিষ্ঠানে আরও পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বললে জানা যাবে কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল কি না।

 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি । যতটুকু জেনেছি জুনায়েত সর্দার নামে এক যুবক গুলি বিদ্ধ হয়েছে । একটি কোমরে ও দু‘পায়ে দুটি গুলি লেগেছে । ওই কোম্পনীর আভ্যন্তরিন কোন্দলের কারনে এ ঘটনা ঘটতে পারে । আমরা তদন্ত করছি ,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ