ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় জনবল সংকটে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত


আপডেট সময় : ২০২৫-০৮-২৬ ১৯:৪৯:২৪
মঠবাড়িয়ায় জনবল সংকটে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত মঠবাড়িয়ায় জনবল সংকটে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত
 
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
 
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ টি পরিবার পরিকল্পনা কেন্দ্রে  জনবল ও ওষুধের সংকট চলছে। এর ফলে প্রতিমাসে হাজারো নারী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরবরাহ বন্ধ থাকায় এখানে কার্যত চিকিৎসাসেবা বন্ধের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও কর্মী সংকটও সেবা কার্যক্রমকে প্রভাবিত করছে। 

 
মঠবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ১৮০ পদের বিপরীতে ৮৩ পদ শূন্য রয়েছে। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১ জনের বিপরীতে ১ জন, উপসহকারী কমিউনিটি মে: অফিসার ৯ জনের বিপরীতে ৭ জন, ফার্মাসিস্ট ৬ জনের বিপরীতে ৫ জন, মেডিকেল টেকনোলজিস্ট ৪ জনের বিপরীতে ২জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ১৩ জনের বিপরীতে ১০ জন, পরিবার কল্যাণ সহকারি ৬০ জনের বিপরীতে ১০ জন, নিরাপত্তা প্রহরী ৯ জন এর বিপরীতে ৬ জন, আয়া ১২ জনের বিপরীতে ৮ জন, এছাড়াও বিভিন্ন পদে শূন্য পদ রয়েছে।
 
 
খোঁজ নিয়ে জানা যায়, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং উপকরণ বিতরণের জন্য দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও তিনজন পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব পালন করেন। এই কর্মীদের সপ্তাহে চার দিন বাড়ি বাড়ি গিয়ে দম্পতিদের সঙ্গে আলোচনা ও সামগ্রী বিতরণ করার কথা। উপকরণ ঘাটতির কারণে পরিবার পরিকল্পনা কর্মীদের অনেকেই নিয়মিত বাড়ি বাড়ি যাচ্ছেন না। আবার যারা যাচ্ছেন তারাও দম্পতিদের বিকল্প ব্যবস্থা গ্রহণ কিংবা ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত বাজার থেকে উপকরণ সংগ্রহের পরামর্শ দিচ্ছেন। 

 
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া আক্তার রুপা বলেন, আমাদের এখানে জনবল সংকট রয়েছে এবং ছয় মাস ধরে ওষুধ পাই না।

 
এ নিয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তুহিন কান্তি ঘোষ বলেন, আমাদের এখানে ছয় মাস ধরে ওষুধ সংকট রয়েছে। তাছাড়া কিছু জনবল সংকটও রয়েছে এই চিত্র শুধু আমাদের জেলায় নয় সব জেলাতেই রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ