ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা কায়বা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক


আপডেট সময় : ২০২৫-০৮-২৬ ১৯:২৩:১৯
শার্শা কায়বা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক শার্শা কায়বা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক


শার্শা উপজেলা প্রতিনিধি- মানিক হোসেন 
যশোরের শার্শায় কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে শার্শা থানাধীন কায়বা গ্রামের পূর্ব রুদ্রপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

 
 
আটককৃতরা হলেন- রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডল, সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭), মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। 
 


এ সময় আটকদের কাছ থেকে বাংলাদেশি ৩ হাজার) টাকা, ভারতীয় ৮ হাজার রুপি, ৭টি মোবাইল ফোন (স্মার্ট ৪টি এবং বাটন ৩টি) জব্দ করা হয়েছে। শাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি আটকশাহজালালে ৮ কেজি কোকেনসহ বিদেশি আটক।


খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা বিওপির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি টহল দল গতকাল রাত ১১টায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে।

 
বিজিবি অধিনায়ক আরো জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে। আটককৃত বাংলাদেশি নাগরিকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ