কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা এগারোটায় সমাজসেবা অফিস কার্যালয় থেকে ২০২৪/২০২৫ অর্থ বছরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদানের চেক ও পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের সম্মানি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এ সময় তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ও পল্লী মাতৃকেন্দ্রের ১৫ জন সম্পাদিকাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।